Telengana | তেলঙ্গানার রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪!

এখনও নিখোঁজ প্রায় ১৭ জন। অন্যদিকে, জখম হয়ে এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন আরও অনেকে।
তেলঙ্গানার রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪! এখনও নিখোঁজ প্রায় ১৭ জন। অন্যদিকে, জখম হয়ে এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন আরও অনেকে। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় ওই কারখানায় কাজ করছিলেন প্রায় ৯০ জন শ্রমিক। স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণে প্রায় ১০০ মিটার দূরে উড়ে যায় কারখানার ছাদ। সেই সঙ্গে ছিটকে যায় কয়েক জনের সম্পূর্ণ পুড়ে যাওয়া দেহ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, রাসায়নিক বিক্রিয়া থেকে এই বিস্ফোরণ ঘটেছে। তবে পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত এখনই বিস্ফোরণের স্পষ্ট কারণ বলা সম্ভব নয়।
- Related topics -
- দেশ
- ভারত
- তেলেঙ্গানা
- অগ্নিকান্ড