Mumbai | মুম্বই উপকূলে লঞ্চ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৩! উদ্ধারকাজে মোতায়েন নৌবাহিনী-জাহাজ-হেলিকপ্টার
মুম্বই উপকূলে লঞ্চ ডোবার দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৩! এখনও নিখোঁজ বহু।
মুম্বই উপকূলে লঞ্চ ডোবার দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৩! এখনও নিখোঁজ বহু। বুধবার,বিকেলে প্রায় ১১০ জন যাত্রী নিয়ে ‘গেটওয়ে অফ ইন্ডিয়া’ থেকে ‘এলিফ্যান্টা গুহা’র দিকে যাচ্ছিল লঞ্চটি। কিন্তু রওনা হওয়ার কিছু পরেই ইউরান এলাকায় একটি স্পিডবোট লঞ্চটিকে ধাক্কা মারে। স্পিডবোটটি ভারতীয় নৌবাহিনীর বলে অভিযোগ। ইঞ্জিনে কোনও সমস্যার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান। উদ্ধারকাজে মোতায়েন করা হয়েছে নৌবাহিনীর ১১টি ভেসেল, মেরিন পুলিশের তিনটি ভেসেল এবং কোস্ট গার্ডের একটি জাহাজ, চারটি হেলিকপ্টার।
- Related topics -
- দেশ
- ভারত
- মুম্বাই
- নৌকাডুবি
- ভারতীয় নৌবাহিনী