Himachal Pradesh | লাগাতার বন্যা-ভূমিধসের জেরে হিমাচলে মৃতের সংখ্যা বেড়ে ৭৮! আহত ১১৫!
Monday, July 7 2025, 8:15 am
Key Highlightsপ্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ৭৮ জনের, নিখোঁজ ৩৭ জন এবং আহত ১১৫ জন।
লাগাতার বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত হিমাচল প্রদেশ। প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ৭৮ জনের, নিখোঁজ ৩৭ জন এবং আহত ১১৫ জন। বেশি ক্ষতি হয়েছে মান্ডির। হিমাচলের বেশ কিছু রাস্তা ভূমিধসের কারণে বন্ধ। বিভিন্ন এলাকাতে বন্ধ বিদ্যুৎ পরিষেবাও। এদিকে আবহাওয়া দপ্তরের তরফে ৮ ও ৯ জুলাই ভারী বৃষ্টি, বজ্রপাত, ঝড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে হিমাচলের বিভিন্ন জেলায়। লাল সতর্কতা জারি করা হয়েছে সিরমাউর, কাংড়া, মান্ডিতে। সিমলা, সোলান, হামিরপুর, বিলাসপুর, উনা, কুলু এবং চাম্বায় জারি কমলা সতর্কতা।
- Related topics -
- দেশ
- ভারত
- হিমাচলপ্রদেশ
- হিমাচল প্রদেশ
- বন্যা
- ভূমিধস
- প্রাকৃতিক দুর্যোগ

