Hathras Stampede । হাথরসের দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১২১! পলাতক 'গডম্যান' ভোলে বাবা! শীর্ষ আদালতে গড়ালো মামলা!
Wednesday, July 3 2024, 6:24 am
Key Highlightsউত্তর প্রদেশের হাথরসের দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২১। শতাধিক গুরুতর আহত।
উত্তর প্রদেশের হাথরসের দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২১। শতাধিক গুরুতর আহত। এই প্রশাসনের চরম ব্যর্থতার জেরেই এতগুলি মানুষের প্রাণহানি হয়েছে বলে দেশের শীর্ষ আদালতে দায়ের হয়েছে মামলা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রশাসনের চূড়ান্ত গাফিলতি এবং দায়িত্ববোধের অভাব ছিল। এদিকে ঘটনার পর থেকে পলাতক ভোলে বাবা। জানা গিয়েছে, ভোলে বাবার পায়ে প্রার্থনা জানাতে ভক্তরা তাঁর সওয়ারির পিছনে ছুটে যাওয়ার সময়ই এই দুর্ঘটনা ঘটে।
- Related topics -
- দেশ
- ভারত
- উত্তরপ্রদেশ
- পথদুর্ঘটনা

