আন্তর্জাতিক

Houthi | মারণ বিমান হামলা ইজরায়েলের, মৃত হাউথি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি সহ একাধিক মন্ত্রী

Houthi | মারণ বিমান হামলা ইজরায়েলের, মৃত হাউথি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি সহ একাধিক মন্ত্রী
Key Highlights

বিমান হামলায় নিহত হলেন আহমেদ আল রাহাবি, যিনি হাউথি নিয়ন্ত্রিত সানা এলাকার প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার ফের ইয়েমেনে মারণ হামলা চালাল ইজরায়েল। এক বিবৃতিতে হাউথির তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার বেঞ্জামিন নেতানিয়াহুর সেনার বিমান হামলায় হাউথি নিয়ন্ত্রিত সানা এলাকার প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি নিহত হয়েছেন। মৃত্যু হয়েছে তাঁর সঙ্গে থাকা মন্ত্রীদেরও। গত এক বছরে সরকারের কর্মদক্ষতা পর্যালোচনার ব্যাপারে একটি কর্মশালায় যোগ দিতে যাচ্ছিলেন রাহাবিরা। হঠাৎ বিমান থেকে বোমাবর্ষণ শুরু হয়। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী রাহাবির মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।