আন্তর্জাতিক

করোনার পাশে মস্তিষ্ক খেকো অ্যামিবার প্রকোপে উদগ্রীব আমেরিকা, জারি হয়েছে সতর্কতা

করোনার পাশে মস্তিষ্ক খেকো অ্যামিবার প্রকোপে উদগ্রীব আমেরিকা, জারি হয়েছে সতর্কতা
Key Highlights

এক রাম রক্ষে নেয়, সুগ্রীব দোসর। একেতে করোনা নিয়ে জেরবার আমেরিকা। এবার মস্তিষ্ক খেকো অ্যামিবার কারণে উত্তাল হচ্ছে বিজ্ঞানমহল। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণের রাজ্যগুলিতে এই অ্যামিবার প্রকোপ শুরু হয়েছিল, তাই এখন চিন্তিত উত্তর। এর নাম হল নাইগ্লেরিয়া ফোওলেরি। বিজ্ঞানীদের মতে, এই অ্যামিবা সাধারণত গরম জলের ঝিল, মাটি বা গরম জলধারায় থাকে। সেই জল কেও পান করলে অথবা হ্রদে স্নান করলে তার এই অসুখ করতে পারে। নাক দিয়ে প্রবেশ করে সোজা মগজে হানা দেয় এই প্রাণী।