অবিকল কফিদানার মতোই দেখতে, মহাকাশযানের ক্যাপসুল থেকে পাওয়া বস্তু আসলে কী জানেন?
Wednesday, December 16 2020, 11:04 am
Key Highlights
অবিকল কফি দানার মতো ঘন কালচে বাদামি রং, কিছুটা গুঁড়ো, কিছুটা একটু বড়। জাপানি মহাকাশযান হায়াবুসা-২ এর একটি ক্যাপসুল থেকে এগুলোই বের করে আনলেন বিজ্ঞানীরা। এবার এই পদার্থ বিশ্লেষণ করে পৃথিবী সৃষ্টির কোনও গূঢ় রহস্য উদঘাটনের চেষ্টা করবেন তাঁরা। এখনও ভাবছেন তো কফিদানা সদৃশ বস্তুতে কীভাবে লুকিয়ে থাকতে পারে পৃথিবীর সৃষ্টি রহস্য? তাহলে খুলেই বলা যাক। এগুলো আসলে মহাকাশ ভাসমান গ্রহাণু থেকে সংগ্রহ করা ধুলোবালি, নুড়ি এসব। সপ্তাহখানেক আগে পৃথিবী থেকে বহু দূরত্বে থাকা ‘রায়াগু’ নামে এক গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ করে ফিরেছে জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির মহাকাশযান হায়াবুসা-২। সোমবার জাপানের সাগামিহারার গবেষণাগারে সেখান থেকে নমুনাগুলি বের করা হয়েছে।
- Related topics -
- বিজ্ঞান ও প্রযুক্তি
- জাপান
- মহাকাশ
- সাগামিহারার গবেষণাগার
- বিজ্ঞান