Dakhineswar Metro Murder | দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে পড়ুয়াকে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত

একাদশ শ্রেণির পড়ুয়াকে হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল দুপুরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের ৮,৬,৭ টিকিট কাউন্টারের সামনে আচমকা দুই পড়ুয়ার মধ্যে বচসা শুরু হয়। বচসা হাতাহাতির পর্যায়ে পৌঁছলে একজন অন্যজনের পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। হাসপাতালেই মৃত্যু হয় আহত পড়ুয়া মনোজিৎ বসাকের। মাত্র কয়েকঘণ্টা মধ্যেই পলাতক পড়ুয়াকে হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত একাদশ শ্রেণির ছাত্র। অভিযুক্ত সহ ঘটনাস্থলে উপস্থিত বাকি দুই পড়ুয়ারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কেন এই ঘটনা ঘটলো তা জানার চেষ্টা হচ্ছে।