Train Derailed | ফের লাইনচ্যুত ট্রেন! সুরাটের কাছে লাইনচ্যুত দাদার পোরবন্দর সৌরাষ্ট্র এক্সপ্রেস
Tuesday, December 24 2024, 12:29 pm
Key Highlightsসুরাটের কাছে লাইনচ্যুত হয়েছে দাদার পোরবন্দর সৌরাষ্ট্র এক্সপ্রেস।
ফের লাইনচ্যুত রেল! জানা গিয়েছে, সুরাটের কাছে লাইনচ্যুত হয়েছে দাদার পোরবন্দর সৌরাষ্ট্র এক্সপ্রেস। মঙ্গলবার সুরাট থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে সৌরাষ্ট্র এক্সপ্রেসের ইঞ্জিনের সঙ্গে যুক্ত একটি নন প্যাসেঞ্জার কোচ বা ভিপিইউ এর চারটি চাকা লাইন থেকে বেরিয়ে যায়। নন প্যাসেঞ্জার কোচ হওয়াতে যদিও যাত্রীদের কারও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। যত দ্রুত সম্ভব দুর্ঘটনাগ্রস্ত কোচটি বিচ্ছিন্ন করে সৌরাষ্ট্র এক্সপ্রেস ফের যাত্রা শুরু করবে। তার কাজ চলছে। বেশ কয়েকজন ঊর্ধ্বতন রেল কর্তা ঘটনাস্থলে গিয়েছেন।
- Related topics -
- ভারতীয় রেল
- ট্রেন
- ট্রেন লাইনচ্যুত
- ভারত
- দেশ

