Saurabh Rajput | “বাবা ড্রামের ভিতরে রয়েছে”! মার্চেন্ট নেভি অফিসার সৌরভের দেহ কোথায় রয়েছে বলেছিল মেয়েই!
Thursday, March 20 2025, 10:40 am
Key Highlightsমার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত খুন কাণ্ডে শিউরে উঠেছে গোটা দেশ।
মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত খুন কাণ্ডে শিউরে উঠেছে গোটা দেশ। মেয়ের জন্মদিন উপলক্ষেই লন্ডন থেকে দেশে ফিরেছিলেন সৌরভ। কিন্তু 'পথের কাঁটা' সরাতে সৌরভকে খুন করে দেহ টুকরো টুকরো করে কাটলেন তাঁর স্ত্রী মুসকান রাস্তোগী ও মুসকানের প্রেমিক সাহিল শুল্কা। জানা গিয়েছে, স্বামীর দেহ লোপাট করে প্রেমিকের সঙ্গে ঘুরতেও গিয়েছিল মুসকান। তবে তাঁদের ছোট্ট মেয়ে বারবারই প্রতিবেশীদের বলেছিল, “বাবা ড্রামের ভিতরে রয়েছে।” এদিকে মুসকানের মা, জানান, মুসকান তাঁর কাছে অপরাধ স্বীকার করতেই তিনি পুলিশে অভিযোগ জানান।
- Related topics -
- দেশ
- ভারত
- উত্তরপ্রদেশ
- ক্রাইম
- খুন

