D Gukesh | সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন! লিরেনকে পরাজিত করে ইতিহাস গড়লেন ১৮ বছর বয়সী ডি গুকেশ

Thursday, December 12 2024, 2:12 pm
highlightKey Highlights

ভারতের মুকুটে সাফল্যের পালক! মাত্র ১৮ বছর বয়সে সর্বকনিষ্ঠ দাবা বিশ্ব চ্যাম্পিয়ন হলেন ডি গুকেশ।


ভারতের মুকুটে সাফল্যের পালক! মাত্র ১৮ বছর বয়সে সর্বকনিষ্ঠ দাবা বিশ্ব চ্যাম্পিয়ন হলেন ডি গুকেশ। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৪ এর ফাইনাল ম্যাচে গুকেশ ডোমারাজু, ডিং লিরেনকে তাঁর ৫৮তম পদক্ষেপে পরাজিত করেন। এদিনের খেলাটি একটি ড্রয়ের দিকেই যাচ্ছিল যখন ডিং তার ৫৫ তম পদক্ষেপে f2 এ রেখে তার রুক আপ করার সিদ্ধান্ত নেন। এই পদক্ষেপটি সম্ভাব্য চ্যাম্পিয়নশিপ নির্ধারক ভুল হিসাবে ধরেন! আর তারই সুযোগ নিয়ে এক ঘন্টা থেকে ১০মিনিট বাকি থাকতে লিরেনকে পরাজিত করে ইতিহাস তৈরী করেন ভারতের তরুণ দাবাড়ু।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File