ইয়াস-এর জেরে কুলতলিতে বাঘের হানা, খবর পেয়ে পৌঁছেছে বনকর্মীরা
Wednesday, May 26 2021, 7:11 am
Key Highlightsএকদিকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস-এর মোকাবিলা করতে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের প্রশাসন মরিয়াভাবে সংশ্লিষ্ট এলাকার মানুষদের সাইক্লোন সেফটি হোমে সরিয়ে নিয়ে যাচ্ছে। এরইমধ্যে বুধবার সকালে কুলতলির মৈপিঠ উপকূলে লোকালয়ে বাঘ বেরিয়ে এসেছে। খবর পেয়ে ঘটনাস্থলে জাল এবং ঘুমপাড়ানি বন্দুক নিয়ে পৌঁছেছে কুলতলি বিট অফিসের বনকর্মীরা। সকাল ১১টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী সেই বাঘকে বাগে আনা সম্ভব হয়নি বলে জানা গেছে।
Related topics - - রাজ্য
- বাঘ
- সুন্দরবন