রাজ্য

ঘূর্ণিঝড় 'যশ' মোকাবিলায় একগুচ্ছ পরিকল্পনা HIDCO-র, রয়েছে কন্ট্রোল রুমও

ঘূর্ণিঝড় 'যশ' মোকাবিলায় একগুচ্ছ পরিকল্পনা HIDCO-র, রয়েছে কন্ট্রোল রুমও
Key Highlights

আবহাওয়া দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আজ দুপুর থেকেই ভারী-অতি ভারী বৃষ্টি শুরু হবে এবং আগামীকাল দুপুরেই ল্যান্ডফল হতে পারে ঘূর্ণিঝড় 'যশ'-এর। গত বছরের ঘূর্ণিঝড় আমফানের থেকে শিক্ষা নিয়ে এবার আগে থেকেই কলকাতা প্রশাসনের পাশাপাশি প্রস্তুত হিডকো ভবনও। হিডকো ভবনের তরফ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে, যার নম্বর ১৮০০১০৩৭৬৫২। গাছ পড়া থেকে শুরু করে অক্সিজেনের সাহায্য, ইত্যাদি যাবতীয় সমস্যার কথা এই নম্বরে জানালে সুরাহা মিলবে। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত ঘটলে টিকাগুলি নষ্ট হয়ে যাবে, তাই সমস্ত করোনা টিকা স্বাস্থ্য ভবনে পাঠানো হয়েছে।