আবহাওয়া

সাইক্লোন নিয়ে আগাম সতর্কবার্তা জারি করে দিল নবান্ন, ৮০-৯০ কিলোমিটার বেগে হতে পারে ঝড় সাথে ভারীবৃষ্টি

সাইক্লোন নিয়ে আগাম সতর্কবার্তা জারি করে দিল নবান্ন, ৮০-৯০ কিলোমিটার বেগে হতে পারে ঝড় সাথে ভারীবৃষ্টি
Key Highlights

কালিপুজোতেও বৃষ্টিপাত থেকে রেহাই মিলবে না। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানালো আলিপুর আবহাওয়া দফতর।

সাইক্লোনের পূর্বাভাসের কথা মাথায় রেখে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করছে রাজ্য। ২৩ অক্টোবর থেকে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে রাজ্যের তরফে। ২৪ ও ২৫ অক্টোবর উত্তর ও দক্ষিণ ২৪পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। ইন্টিগ্রেটেড কন্ট্রোলরুম চালু করতে হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অমাবস্যার কারণে ঘাট গুলিতে নজরদারি করতে হবে বিসর্জনের কথা মাথায় রেখে।

কালীপুজোর সঙ্গে যুক্ত পুজো কমিটিগুলিকে নির্দেশ দিতে হবে যাতে পুজোর প্যান্ডেলের পরিকাঠামো শক্তপোক্ত হয়। ঝড়ের গতিবেগ থাকবে সেই কথা মাথায় রেখেই যাতে প্যান্ডেলের পরিকাঠামো নির্মাণ হয় এই বিষয়ে নিশ্চিত করতে হবে জেলাশাসকদের। সাইক্লোন পরিস্থিতি নিয়ে ২০ টি দফতরের সচিব ও দক্ষিণবঙ্গের জেলাগুলি জেলাশাসকদের নিয়ে মুখ্য সচিবের আজ বৈঠক। সেই বৈঠকেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, ওই সময় বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং আছড়ে পড়তে পারে ওডিশা উপকূলে। যার জেরেই সম্ভবত ভাসতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। ওই সময় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা বলেও আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে। আগামী রবিবার থেকে সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের। তারই পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার জরুরি মিটিং ডেকেছেন মুখ্যসচিব। সরকারি কর্মীদের কালীপুজো ও দীপাবলির ছুটিও বাতিল করা হয়েছে।