আবহাওয়া

Cyclone Montha-WB | জগদ্ধাত্রী পুজোতে 'মন্থা'র থাবা, ফের সাইক্লোনের কবলে বঙ্গবাসী

Cyclone Montha-WB | জগদ্ধাত্রী পুজোতে 'মন্থা'র থাবা, ফের সাইক্লোনের কবলে বঙ্গবাসী
Key Highlights

এবার সাইক্লোন মন্থার কবলে বাংলা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সোমবার তৈরি হবে ওই ঘূর্ণিঝড়।

উৎসবের মরসুম শেষ। তবে বৃষ্টি থেকে রেহাই নেই বঙ্গবাসীর। এবার সাইক্লোন ‘মন্থা’র কবলে বাংলা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সোমবার তৈরি হবে ওই ঘূর্ণিঝড়। আর সেটা অন্ধ্র উপকূলের দিকে এগিয়ে যাবে। উপকূল পার করার সময় ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার। দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ১১০ কিমিতে পৌঁছে যেতে পারে। রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে। সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।