দেশ

Cyclone Mantha-Odisha | ওডিশা উপকূলে ঘূর্ণিঝড় ‘মান্থা’ আছড়ে পড়ার আশঙ্কা, পুরীর সমুদ্রে নিষেধাজ্ঞা জারি প্রশাসনের

Cyclone Mantha-Odisha | ওডিশা উপকূলে ঘূর্ণিঝড় ‘মান্থা’ আছড়ে পড়ার আশঙ্কা, পুরীর সমুদ্রে নিষেধাজ্ঞা জারি প্রশাসনের
Key Highlights

উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কতা জারি করেছে ওডিশার প্রশাসন। বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে পুরীতেও।

ধেয়ে আসছে সাইক্লোন ‘মান্থা’। আবহাওয়ার দপ্তর জানিয়েছে, সোমবার এবং মঙ্গলবার ওডিশাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৩০টি জেলাতে সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে মালকানগিরি, কোরাপুট, রায়গাদা, গজপতি এবং গঞ্জাম জেলায় রেল অ্যালার্ট জারি করা হয়েছে। পুরীর জেলা প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, সোমবার থেকে বুধবার পর্যন্ত কাউকেই সমুদ্রে যেতে দেওয়া হবে না। লাইফগার্ডদের তৈরি থাকতে এবং পর্যটকদের সুরক্ষা প্রোটোকল সম্পর্কে অবহিত করা হচ্ছে। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে।