Cyclone 'Ditwah' | বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে সাইক্লোন ‘দিতওয়াহ’, ৩০ নভেম্বর ল্যান্ডফলের আশঙ্কা!
Friday, November 28 2025, 4:08 am
Key Highlightsঘূর্ণিঝড়টি উত্তর–উত্তরপশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে ৩০ নভেম্বর ভোরের দিকে উপকূলে ল্যান্ডফল করতে পারে।
বঙ্গোপসাগর থেকে শক্তি সঞ্চয় করেছে সাইক্লোন ‘দিতওয়াহ’। ভারতের আবহাওয়া দফতর (IMD) সূত্রে খবর, ৩০ নভেম্বর ভোরের দিকে উপকূলে ল্যান্ডফল করতে পারে। তামিলনাডু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই তামিলনাডুর চেন্নাই, নাগাপট্টিনম, কাডালুর, তিরুভারুর মতো উপকূলবর্তী জেলায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের একাধিক জেলায় ইয়েলো ও অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে। জেলেদের আগামী কয়েকদিন সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

