Cyclone Dana Update | আরও এগিয়ে এলো 'দানা'! বৃষ্টির সঙ্গে ৯০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়
Thursday, October 24 2024, 10:43 am
Key Highlights
বর্তমানে সাগরদ্বীপ থেকে মাত্র ৩১০ কিলোমিটার ও ধামরা থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে সাইক্লোনটি।
সময়ের সঙ্গে আরও এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা'। বর্তমানে সাগরদ্বীপ থেকে মাত্র ৩১০ কিলোমিটার ও ধামরা থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে সাইক্লোনটি। বৃহস্পতিবার মাঝরাত থেকে শুক্রবার সকালের মধ্যে ভিতরকনিকা এবং ধামরাতে ল্যান্ডফল হতে পারে। এর জন্য পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ১২০ কিলোমিটার ও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার ক্ষেত্রে বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ৯০ কিলোমিটার। বৃহস্পতি এবং শুক্রবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।