Cyclone Update । বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসছে সাইক্লোন 'ডানা', রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা

Monday, October 21 2024, 9:00 am
highlightKey Highlights

কালীপুজোর আগেই ফের ভাসবে বাংলা , ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড়। ল্যান্ডফলের পর গতিবেগ হতে পারে ঘন্টায় ১২০ কিলোমিটার।


আগামীকাল থেকে কলকাতা সহ বঙ্গোপসাগরীয় উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর।আগামী ২৪শে অক্টোবর পুরী উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় 'ডানা'। ল্যান্ডফলের পর গতিবেগ হতে পারে ঘন্টায় ১২০ কিলোমিটার। তার জেরে ২২শে অক্টোবর থেকেই পশ্চিমবঙ্গ,কেরল ও তামিলনাড়ু উপকূলবর্তী এলাকা ভাসবে জলে। ২৩শে অক্টোবর নিম্নচাপটি পরিণত হবে ঘূর্ণিঝড়ে। কালীপুজোর আগেই আবহাওয়া দপ্তরের এমন পূর্বাভাস কপালে ভাঁজ ফেলেছে আমজনতার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File