তামিলনাড়ুতামিলনাড়ুতে কড়া সতর্কতা, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুরেভি, তৈরি বিপর্যয় মোকাবিলা বাহিনী !
প্রবল শক্তিমান ঘূর্ণিঝড় "বুরেভি" আগামী শুক্রবারের মধ্যে তামিলনাড়ুতে আঁচড়ে পরতে চলছে। ইতিমধ্যেই রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে এবং বুধবার থেকে শনিবার পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ বর্তমানে প্রবল ঘূর্ণিঝড়ের আকার ধারণ করেছে, শ্রীলঙ্কা হয়ে তামিলনাড়ুর দিকে এগোবে ঘূর্ণিঝড় বুরেভি। প্রস্তুতি নিচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। 'নিভার'-এর পর কেরল সরকার "বুরেভি" পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত বলে জানিয়েছে।