Cyclone Asna | ধেয়ে আসছে এক সাইক্লোন ‘আসনা’! ১৯৬৪ সালের পর আরব সাগরে এটাই হবে দ্বিতীয় আগস্ট ঝড়
Friday, August 30 2024, 7:53 am
Key Highlights
মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, আরব সাগরের উত্তরে গুজরাট উপকূলে শুক্রবারই তৈরি হতে পারে ঘূর্ণিঝড় ‘আসনা’৷
ফের ধেয়ে আসছে এক সাইক্লোন। মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, আরব সাগরের উত্তরে গুজরাট উপকূলে শুক্রবারই তৈরি হতে পারে ঘূর্ণিঝড় ‘আসনা’৷ শুক্রবারের মধ্যে এই ঘূর্ণিঝড় উত্তর আরব সাগরের দিকে এগিয়ে যেতে পারে। যদি তেমনটা হয় তবে আরবসাগরে ১৯৬৪ সালের পর এটাই হবে দ্বিতীয় অগস্ট ঝড় এবং বিগত ৮০ সালের মধ্যে এটি হবে চতুর্থ বিরল পরিস্থিতি যেখানে ভূমিভাগ থেকে সমুদ্রে পৌঁছনোর মধ্যেই সাইক্লোন সক্রিয় হবে। এই ঘূর্ণিঝড়ের ফলে গুজরাটে\ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।