প্রায় ১.৫ গুণ গতি বাড়িয়ে ধেয়ে আসছে 'অশনি', ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড় পরিণত হল অতি গভীর নিম্নচাপে

Monday, March 21 2022, 3:26 pm
highlightKey Highlights

সম্ভাব্য ঘূর্ণিঝড় 'অশনি' ইতিমধ্যেই অতি গভীর নিম্নচাপে পরিণত হল। শুধু তাই নয়, এই নিম্নচাপ ক্রমশ নিজের গতি বাড়াচ্ছে বলে জানা যাচ্ছে।


ভারতীয় মৌসম ভবনের বুলেটিন অনুয়াযী, ক্রমশ উত্তর দিকে এগিয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় 'অশনি'। যা সকাল ৮ টা ৩০ মিনিটে দক্ষিণ-পূর্ব বঙ্গোসাগরের উপর অবস্থান করছে। আপাতত সেই অতি গভীর নিম্নচাপ পোর্ট ব্লেয়ারের পূর্ব ও উত্তর-পূর্বে ১৪০ কিলোমিটার, আন্দামানের মায়াবুন্দরের দক্ষিণ-পূর্বে ১২০ কিলোমিটার এবং মায়ানমারের ইয়াঙ্গনের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ৫৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে জানিয়েছে মৌসম ভবন।

স্থলভাগের কোন কোন জায়গায় প্রবেশ করবে ঘূর্ণিঝড় 'অশনি'?

মৌসম ভবন জানিয়েছে, "আগামী ১২ ঘণ্টায় আরও শক্তি অর্জন করে ঘূর্ণিঝড়ে পরিণত হবে অতি গভীর নিম্নচাপ। আগামী ৪৮ ঘণ্টায় আন্দামান দ্বীপপুঞ্জ ধরে উত্তর দিকে অগ্রসর হয়ে মায়ানমার উপকূলের দিকে যাবে। তারপর ২৩ মার্চ ভোররাতের দিকে মায়ানমার উপকূলের মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে।"

Trending Updates

সম্ভাব্য ঘূর্ণিঝড় 'অশনি'-এর দাপটে বৃষ্টিপাত

মৌসম ভবন জানিয়েছে, "আগামী ১২ ঘণ্টায় উত্তর আন্দামান দ্বীপপুঞ্জের অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ নিকোবর দ্বীপপুঞ্জের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত হবে। তবে নিকোবর দ্বীপপুঞ্জের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।"




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File