সাবধান করছেন সাইবার বিশেষজ্ঞ, ড্রাইভে ডকুমেন্ট না রাখাই ভাল বলে মনে করছেন তাঁরা
Thursday, February 11 2021, 12:41 pm
Key Highlights
ইন্টারনেটে সমস্ত সিস্টেম ১০০ শতাংশ সুরক্ষিত নয়, সবটা হ্যাক করা সম্ভব। এই ধরনের সাইবার অ্যাটাকের সঙ্গে আমাদের এখন অভ্যাস করে নিতে হবে। পালিয়ে কীভাবে বাঁচতে পারবেন, সেই গাইডলাইন মেনে চলুন। বাদ বাকি যা হবে তার সঙ্গে যুঝতে হবেই। একটা শ্রেণি যেমন সাইবার সিস্টেমকে উন্নত করার জন্য বিভিন্ন সিকিউরিটি গার্ড আনছে, নানা ধরণের সফটওয়ার নিয়ে আসছে, ঠিক তেমনই আরেকটা শ্রেণি এই সিকিউরিটির দরজা ভাঙার জন্য নানা ধরণের গবেষণা করে চলেছে। সাইবার সিকিউরিটির লেয়ার ভেঙে কীভাবে ভেতরে ঢোকা যায়, তাঁর চেষ্টা প্রতিনিয়ত চালানো হচ্ছে। ভগবান ও দস্যুর লড়াই যেমন চিরকাল চলছে, এই ঘটনাটাও অনেকটা সেরকমই।
- Related topics -
- টেকনোলজি
- গুগল
- গুগল ড্রাইভ
- সাইবার ক্রাইম