Cyberattack in Airports | এয়ারপোর্টে সাইবার হানা, ঘন্টার পর ঘন্টা বন্ধ বিমান চলাচল, ক্ষুদ্ধ যাত্রীরা
Saturday, September 20 2025, 2:52 pm

চেক-ইন এবং বোর্ডিংয়ের জন্য ব্য়বহার হওয়া কম্পিউটার সিস্টেমগুলিতেই সাইবার হানা চালায় সেই ‘ডিজিটাল-দুষ্কৃতীরা’।
আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, শনিবার লন্ডন, ব্রাসেলস সহ একাধিক বিমানবন্দরের কম্পিউটার সিস্টেমগুলি চেক ইন এবং বোর্ডিংয়ের জন্য চালু করতেই সাইবার হানা চালায় ‘ডিজিটাল দুষ্কৃতীরা’। চেক ইন আটকে যায় ইউরোপের ব্যস্ততম হিথ্রো বিমানবন্দর, জার্মানির বার্লিনেও। চেক ইন না হওয়ার কারণে আটকে যায় গোটা বিমানবন্দরের কাজ। ঘন্টার পর ঘন্টা ঠায় দাঁড়িয়ে থাকতে হয়ে যাত্রীদের। বাতিল হয় একাধিক বিমান। উল্লেখ্য, ইউরোপের প্রতিটি বিমানবন্দরের কম্পিউটার সার্ভার পরিষেবা প্রদান করে কোলিন অ্যারোস্পেস নামক সংস্থা।
- Related topics -
- আন্তর্জাতিক
- বিমানবন্দর
- সাইবার হানা
- ইউরোপ