অভিনব কায়দায় ফের কলকাতায় জালিয়াতি, বই পাড়ার নাম করে অ্যাকাউন্ট সাফ হচ্ছে

Thursday, April 21 2022, 3:43 pm
highlightKey Highlights

অভিনব কায়দায় ফের জালিয়াতি চক্র শহরে। কলেজ স্ট্রিট বইপাড়ার নাম করে এবার জালিয়াতির ফাঁদ অনলাইনে।


বই পাঠানোর নাম করে কলকাতা বিমানবন্দরের এক কর্মীর অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিল জালিয়াতরা। যদিও সেই ১ লাখ ১৯ হাজার টাকা জালিয়াতদের হাতে পৌঁছনোর আগেই ফিরিয়ে দিল বন্দর এলাকার সাইবার সেল।

অভিনব কায়দায় শহরে ফের জালিয়াতি, পুলিশের সাইবার সেলের তৎপরতায় উদ্ধার করা হয় টাকা

কী ঘটেছিল? কীভাবে ছক কষেছিল জালিয়াতরা? পুলিশ জানিয়েছে, প্রথম ঘটনায় বিমানবন্দরের ওই কর্মী ছেলের জন্য অনলাইনে বই কিনতে যান। কলেজ স্ট্রিটের বিভিন্ন দোকানের নম্বর খুঁজে পান অনলাইনে। একটির সঙ্গে যোগাযোগ করেন। ফোনের অন্য প্রান্ত থেকে এক ব্যক্তি জানায়, বই কিনতে গেলে অনলাইনে আগাম টাকা দিতে হবে। একটি লিংকে ক্লিক করার পর বলা হয় ক্রেডিট কার্ডের কিছু তথ্য দিতে।

তিনি বই কেনার জন্য কার্ডের তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গেই তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে জালিয়াতরা ১ লাখ ১৯ হাজার টাকা তুলে নেয়। বন্দর এলাকার সাইবার সেলকে ওই ব্যক্তি অভিযোগ জানানো মাত্রই যে ই-ওয়ালেটের মাধ্যমে টাকা পাঠানো হয়, সেই সংস্থার সঙ্গে পুলিশ যোগাযোগ করে। পুরো টাকাই তিনি ফেরত পান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File