ক্রাইমনয়া প্রতারণার ফাঁদ কলকাতায়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব ৬০ হাজার টাকা
অভিনব কায়দায় শহরের এক ব্যাঙ্ক কর্মী আর্থিক প্রতারণার শিকার হলেন। কয়েক মিনিটের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেল ৬০ হাজার টাকা৷ জানা যাচ্ছে বাগুইআটির বাসিন্দা পেশায় ব্যাঙ্ক কর্মী কল্লোল স্যান্যাল এবং তাঁর মেয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য অ্যাপয়ন্টমেন্ট পাওয়ার চেষ্টা করছিলেন৷ গুগল সার্চ করে হাসপাতালে বুকিংয়ের নম্বর নেন ব্যাংক কর্মী কল্লোলবাবু এবং তাঁর মেয়ে। তাদের অভিযোগ, চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য দশ টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে নাম নথিভুক্ত করতে তাদের 'এনি ডেস্ক' নামে একটি অ্যাপ ফোনে ইনস্টল করতে বলা হয়৷ তৎক্ষণাৎ তারা অ্যাপ ডাউনলোড করে দশ টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে দেন। কিন্তু কিছুক্ষণ পর তাঁরা দেখেন, বেশ কয়েক বারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ষাট হাজার টাকা তুলে নেওয়া হয়েছে৷ এর পরই বিষয়টি নিয়ে ভবানী ভবনের সাইবার ক্রাইম বিভাগে জানান ওই ব্যাঙ্ককর্মী৷