Fuel Price Today । বুধবার কতটা কমল পেট্রোলের দর ? একনজরে দেখে নিন অপরিশোধিত তেলের বাজার মূল্য

Wednesday, November 27 2024, 5:56 am
highlightKey Highlights

শহর থেকে জেলা, ক্রমাগত ওঠানামা করছে অপরিশোধিত তেলের বাজারদর। কলকাতায় বুধবার পেট্রোলের দাম যাচ্ছে লিটার পিছু ১০৪ টাকা ৯৫ পয়সা। ডিজেলের দাম যাচ্ছে ৯১.৭৬ টাকা প্রতি লিটার।


শহর থেকে জেলা, ক্রমাগত ওঠানামা করছে অপরিশোধিত তেলের বাজারদর। আজ, বুধবার শহর কলকাতায় পেট্রোলের দাম যাচ্ছে লিটার পিছু ১০৪ টাকা ৯৫ পয়সা। ডিজেলের দাম যাচ্ছে ৯১.৭৬ টাকা প্রতি লিটার। আবার, কলকাতা বাদে অন্য শহরগুলি যেমন বাঁকুড়ায় আজ পেট্রোলের দাম লিটার প্রতি ১০৫.৬০ টাকা, ডিজেল লিটার প্রতি ৯২.৩৭ টাকা। আবার দার্জিলিং এ আজ পেট্রোলের দাম যাচ্ছে লিটার প্রতি ১০৪.৭১ টাকা, ডিজেল ৯১.৫৩ টাকা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File