প্রতিরক্ষা

কোবরা ফোর্সে নকশাল দমনে পারদর্শী মহিলাদের নিতে পারে সিআরপিএফ

কোবরা ফোর্সে নকশাল দমনে পারদর্শী মহিলাদের নিতে পারে সিআরপিএফ
Key Highlights

জঙ্গল যুদ্ধে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কোবরা কম্যান্ডো বাহিনীতে মহিলা জওয়ানদের যুক্ত করতে পারে সিআরপিএফ। সিআরপিএফ ডিজি আনন্দ প্রকাশ মাহেশ্বরী সংবাদ সংস্থাকে জানিয়েছেন, কোবরা বাহিনীতে মহিলাদের নেওয়া নিয়ে তাঁরা গুরুত্ব দিয়ে চিন্তাভাবনা করছেন। কোবরা ফোর্স মূলত কাজ করে মাওবাদী অধ্যুষিত রাজ্যগুলিতে, কয়েক কোম্পানি আবার উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে মোতায়েন রয়েছে, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমনে কাজ করছে তারা।এছাড়াও ১৯৮৬ সাল থেকে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে মহিলা কর্মীরা মুখোমুখি সংঘর্ষের কাজে যুক্ত রয়েছেন।