Ravichandran Ashwin | IPL থেকে অবসর ঘোষণা করলেন তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন

Wednesday, August 27 2025, 6:37 am
Ravichandran Ashwin | IPL থেকে অবসর ঘোষণা করলেন তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন
highlightKey Highlights

IPL কেরিয়ারেও ইতি টানলেন ভারতের তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন।


নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে রবিচন্দ্রন অশ্বিন লেখেন, ‘আজ একটি বিশেষ দিন! কথায় আছে, প্রতিটা সমাপ্তিরই একটা নতুন শুরু হয়। IPL ক্রিকেটার হিসেবে আমার কেরিয়ার আজ শেষ হলো। তবে বিশ্বের বিভিন্ন লিগে খেলার জন্য এটাই প্রথম পদক্ষেপ। আমি প্রতিটা ফ্র্যাঞ্চাইজ়িকে ধন্যবাদ জানাতে চাই। বহু বছর ধরে অনেক ভালো স্মৃতি জড়িয়ে রয়েছে তাঁদের সঙ্গে। প্রত্যেকের সঙ্গেই তৈরি হয়েছিল ভালো সম্পর্ক। সবচেয়ে বেশি কৃতজ্ঞ IPL ও BCCI-এর কাছে। আগামীতে যা রয়েছে, তা উপভোগ করার জন্য এবং নিজের সেরাটা দেওয়ার জন্য তৈরি হচ্ছি।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File