Olympic 2028 Cricket | ১২৮ বছর পর অলিম্পিকে ক্রিকেট! কবে কোন ফরম্যাটে হবে খেলা? প্রকাশ হলো সূচি!

Tuesday, July 15 2025, 12:56 pm
Olympic 2028 Cricket | ১২৮ বছর পর অলিম্পিকে ক্রিকেট! কবে কোন ফরম্যাটে হবে খেলা? প্রকাশ হলো সূচি!
highlightKey Highlights

১৯০০ সালের পরে এই প্রথমবার অলিম্পিক্সে অন্তর্ভুক্ত হয়েছে ক্রিকেট।


১৯০০ সালের পরে এই প্রথমবার অলিম্পিক্সে অন্তর্ভুক্ত হয়েছে ক্রিকেট। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে হবে ক্রিকেট টুর্নামেন্ট। এদিন প্রকাশ হলো তারই সূচি। ২০২৮ সালের জুলাই মাসের ১২ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত চলবে ম্যাচ। সব ম্যাচই আয়োজিত হবে পোমেনা শহরের ফেয়ারগ্রাউন্ডস স্টেডিয়ামে। প্রতিটা ম্যাচই খেলা হবে টি টোয়েন্টি ফর্ম্যাটে। দুটি ভাগে ভাগ করা হয়েছে ম্যাচগুলিকে। পুরুষ ও মহিলা দুই ক্ষেত্রেই ৬টি করে দল অংশ নেবে। প্রতিটা স্কোয়াডে থাকবেন ১৫ জন করে ক্রিকেটার। একদিনে দুটো করে ম্যাচ হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File