Credit Card | ‘বাই নাউ পে ল্যাটার’ স্কিমে পণ্য কেনার জেরে ভারতে বাড়ছে ক্রেডিট কার্ডে বকেয়া ঋণের পরিমাণ
ভারতের যুবক এবং নব্যপ্রজন্মের মধ্যে ‘বাই নাউ পে ল্যাটার’ স্কিম এবং ই কমার্স সাইটগুলিতে গিয়ে মাসিক কিস্তিতে পণ্য কেনার জন্য ক্রেডিট কার্ড ডিফল্টের সংখ্যা বেড়ে গিয়েছে।
ভারতে বাড়ছে ক্রেডিট কার্ডে বকেয়া ঋণের পরিমাণ। ভারতের যুবক এবং নব্যপ্রজন্মের মধ্যে ‘বাই নাউ পে ল্যাটার’ স্কিম এবং ই কমার্স সাইটগুলিতে গিয়ে মাসিক কিস্তিতে পণ্য কেনার জন্য ক্রেডিট কার্ড ডিফল্টের সংখ্যা বেড়ে গিয়েছে। ক্রেটিড স্কোর নির্ধারণকারী সংস্থা ট্রান্সইউনিয়ন সিবিলের তথ্য অনুযায়ী, জুন মাসে দেশে ক্রেডিট কার্ড ডিফল্টের পরিমাণ ১.৮ শতাংশে দাঁড়িয়েছে। চলতি বছরের জুন মাস পর্যন্ত ক্রেডিট কার্ডের বকেয়া অর্থের অঙ্ক প্রায় ২.৭ লক্ষ কোটি টাকা। মার্চে এই অঙ্ক ২.৬ লক্ষ কোটি টাকা ছিল।
- Related topics -
- অর্থনৈতিক
- অর্থনীতি
- ক্রেডিট কার্ড
- ব্যবসা বাণিজ্য
- বাণিজ্য