কলকাতা পুলিশ

নিখোঁজ ব্যক্তিদের দ্রুত খুঁজে বার করতে চালু হল ‘সন্ধান’ প্রকল্প, কলকাতা পুলিশের ‘রক্ষাকবচ’

নিখোঁজ ব্যক্তিদের দ্রুত খুঁজে বার করতে চালু হল ‘সন্ধান’ প্রকল্প, কলকাতা পুলিশের ‘রক্ষাকবচ’
Key Highlights

নাগরিকদের সুরক্ষায় ৪টি প্রকল্পের সূচনা করলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। আজ, শুক্রবার মাসিক ‘ক্রাইম কনফারেন্স’ ছিল বডি গার্ড লাইন্সে। প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য মহিলাদের জন্য সাইবার সহায়তা কেন্দ্র। বেশিরভাগ সময়েই মহিলারা সাইবার অপরাধীদের লক্ষ্য হন। লালবাজারে সাইবার থানা থাকলেও, এই ধরনের ঘটনা যাতে দ্রুত সমাধান হয়, সে জন্য এ বার সাইবার সহায়তা কেন্দ্র চালু হল কলকাতা পুলিশ এলাকায়। নিখোঁজ, অথবা যাঁদের নামে নিখোঁজ ডায়েরি হচ্ছে, তাঁদের দ্রুত খুঁজে বার করতে চালু হল ‘সন্ধান’ প্রকল্প।