গরু নিয়ে সচেতনতা তৈরি করতে গো বিজ্ঞান সংক্রান্ত পরীক্ষার আয়োজন করল রাষ্ট্রীয় কামধেনু আয়োগ
Thursday, January 7 2021, 10:56 am
Key Highlightsগো বিজ্ঞান সংক্রান্ত পরীক্ষার আয়োজন করল রাষ্ট্রীয় কামধেনু আয়োগ। আগামী ২৫ ফেব্রুয়ারি এই পরীক্ষার আয়োজন করা হয়েছে। সারা দেশে এই পরীক্ষা হবে বলে জানা গিয়েছে। রাষ্ট্রীয় কামধেনু আয়োগ কাউ ওয়েলফেয়ার এই পরীক্ষার ব্যবস্থাপনার দায়িত্বে আছে।এই পরীক্ষা দেওয়ার জন্য কোনও খরচ করতে হবে না। প্রতি বছর নির্দিষ্ট সময়ে এই পরীক্ষা হবে বলে জানা গিয়েছে। রাষ্ট্রীয় কামধেনু আয়োগের চেয়ারম্যান বল্লভভাই কাঠিরিয়া বলেন, হিন্দি এবং ইংরাজি ছাড়াও সারা দেশে ১২টি ভাষায় এই পরীক্ষা হবে। ১০০ টা ছোট প্রশ্ন থাকবে। পরীক্ষার সময়সীমা ১ ঘণ্টা।
- Related topics -
- দেশ
- গরু সচেতনতা
- রাষ্ট্রীয় কামধেনু আয়োগ
- গো বিজ্ঞান

