স্বাস্থ্য

ওমিক্রনের বিরুদ্ধে করোনার টিকা কতটা কার্যকরী তা জানালেন WHO-র মুখ্য বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন

ওমিক্রনের বিরুদ্ধে করোনার টিকা কতটা কার্যকরী তা জানালেন WHO-র মুখ্য বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন
Key Highlights

বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে ওমিক্রন। এই পরিস্থিতিতে জানা যাচ্ছে করোনার ভ্যাকসিন নেওয়ার পরও আনেকে ওমিক্রনে আক্রান্ত হয়েছে। এবিষয়ে হু র মতামত জেনে নেওয়া যাক

বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের নয়া প্রজাতি ওমিক্রনের দাপট বাড়ছে। ভারতেও ওমিক্রনে আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ১,০০০-এর কাছাকাছি। এই পরিস্থিতিতে ওমিক্রনের বিরুদ্ধে লড়তে করোনার টিকা কতটা কার্যকরী জানেন? 

ওমিক্রনের বিরুদ্ধে লড়তে করোনা টিকার ভূমিকা

বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী স্বামীনাথন জানান, বিশ্বের সর্বোচ্চ স্বাস্থ্য প্রতিষ্ঠানের তরফে যে টিকাগুলিকে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে, সেগুলির কার্যকারিতার মাত্রা কিছুটা হেরফের হয়ে থাকে। তবে বেশিরভাগ টিকাই গুরুতর অসুস্থতা এবং মৃত্যুর ঝুঁকি কমিয়ে দেয়। 

টি-সেলের রোগ প্রতিরোধ ক্ষমতা

সৌমা স্বামীনাথন গত বুধবার তাঁর টুইটে লেখেন, “ওমিক্রনের বিরুদ্ধে টি সেল (T-Cell) ভাল রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে। এটাই আশা করা হয়েছিল। এই টি সেলের রোগ প্রতিরোধ ক্ষমতাই আমাদের গুরুতর সংক্রমণ থেকে রক্ষা করবে। সুতরাং এখনও যদি কেউ ভ্যাকসিন না নিয়ে থাকেন, তবে শীঘ্রই করোনা টিকা নিন।”

রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়

টিকাকরণের কিছু সময় পর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেতে থাকার কারণে টিকাকরণের পরও অনেককে করোনা আক্রান্ত হতে দেখা যাচ্ছে। বিশেষত ওমিক্রনের ক্ষেত্রে অনেক সময়ই দেখা যাচ্ছে শরীরে বর্তমান রোগ প্রতিরোধ ক্ষমতাকে ফাঁকি দিয়ে ঢুকে পড়ছে ওমিক্রন। এই সংক্রমণ প্রতিরোধের জন্য অধিক পরিমাণ অ্যান্টিবডি ও সুরক্ষার প্রয়োজন।

হু-র প্রধান বিজ্ঞানী সৌমা স্বামীনাথন এ প্রসঙ্গে বলেন, ” বিশ্ব জুড়ে হঠাৎ করে সংক্রমণের বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে, কারণ টিকাপ্রাপ্ত এবং যারা এখনও টিকা নেননি, সকলেই করোনা আক্রান্ত হচ্ছেন। তবে কোনও দেশেই ওমিক্রন আক্রান্তদের সংক্রমণ গুরুতর আকার ধারণ না করায়, টিকা কার্যকর বলেই মনে করা হচ্ছে। এখনও এই বিষয়ে অনেক তথ্য জানা বাকি।”


Lionel Messi | বিপর্যস্ত উত্তরবঙ্গের জন্যে মুখ্যমন্ত্রীর হাতে ১০ লক্ষ টাকা বন্যাত্রান অনুদান তুলে দেবেন মেসি!
Supreme Court | ফাঁসির বদলে দেওয়া হোক প্রাণঘাতী ইঞ্জেকশন! আর্জি খারিজ সুপ্রিম কোর্টের
International Space Station | 'স্পেস স্টেশন' ধ্বংস করে প্রশান্ত মহাসাগরে ফেলে দেবে NASA! মহাকাশে তৈরী হবে 'নতুন শহর'!
Kerala RSS | শিশু বয়সে আরএসএস শাখায় লাগাতার ধর্ষণ! ২৬ বছর বয়সে আত্মহত্যা কেরলের IT কর্মীর
Durgapur Gang Rape | দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়া গণধর্ষণকাণ্ডে পুলিশের জালে ৩, পলাতক ২
Weather Update | বৃষ্টির করাল কবল থেকে রেহাই? একনজরে কলকাতার আজকের আবহাওয়া
Breaking News | ফের কপিল শর্মার কানাডার ক্যাফেতে চললো গুলি, দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের!