কোভিড আবহে শিশুদের স্বাস্থ্যের জন্য গাইডলাইন প্রকাশ করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক
Wednesday, June 16 2021, 10:47 am
Key Highlights বিশেষজ্ঞদের মতানুযায়ী, করোনা ভাইরাসের প্রথম ঢেউয়ে বেশিরভাগ আক্রান্ত হয়েছিল ৬০ ঊর্দ্ধ বয়স্করা এবং দ্বিতীয় ঢেউয়ে বেশিরভাগ আক্রান্ত হয়েছে মাঝারি বয়সীরা। পাশাপাশি তাদের ধারণা অনুযায়ী, খুব শীঘ্র আসতে চলেছে করোনার তৃতীয় ঢেউ এবং সেক্ষেত্রে শিশু থেকে কমবয়সীদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, শিশুদের মাস্ক সঠিকভাবে পরাতে হবে, সময়মত সাবান দিয়ে হাত ধোয়াতে হবে। করোনায় আক্রান্ত শিশুদের শরীরে অক্সিজেনের মাত্রা ঠিক আছে কিনা জানতে ৬ মিনিট হাঁটার পর তাদের শরীরের অক্সিজেন মাপতে হবে। খেয়াল রাখতে হবে অক্সিজেনের মাত্রা ৯৪ শতাংশের কম কিনা এবং এই পদ্ধতি প্রতি ৬-৮ ঘন্টা অন্তর পালন করতে হবে।