মানবিকতার নিদর্শন, কোভিডে মৃতব্যাক্তির দেহ সৎকার করল ঝোড়হাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রুপম সাধুখাঁ

Friday, May 21 2021, 2:06 pm
মানবিকতার নিদর্শন, কোভিডে মৃতব্যাক্তির দেহ সৎকার করল ঝোড়হাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রুপম সাধুখাঁ
highlightKey Highlights

বর্তমান করোনা পরিস্থিতিতে চারিদিকে কেবল অমানবিক চিত্র ফুটে উঠেছে। কোথাও করোনায় আক্রান্ত ব্যক্তিকে কোণঠাসা করছে প্রতিবেশীরা, কোথাও আবার করোনায় আক্রান্ত মৃত বাবাকে হাসপাতালে ফেলে পালিয়ে যাচ্ছে সন্তান। করোনার কারণে মৃত্যু হলে সেই মৃতদেহ পড়ে থাকছে ঘন্টার পর ঘন্টা। এরূপ পরিস্থিতিতে কিছু মানুষ তাদের মানবিকতার দিক থেকে এগিয়ে এসেছেন। তেমনি গত বৃহস্পতিবার রাত ১ টায় হাওড়ার পাছাল পাড়ায় কোভিডে মৃত নমিতা দাসের মৃতদেহ সৎকারের সাহায্য করলেন ঝোড়হাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় রুপম সাধুখাঁ মহাশয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File

লেটেস্ট আপডেট