R G Kar | আরজিকর ঘটনার তদন্তে CFSL রিপোর্ট খোলার অনুমতি দিল আদালত, পিছিয়ে গেল সন্দীপ ঘোষের নারকো টেস্টের অনুমোদন নেওয়ার দিন
Tuesday, September 24 2024, 7:16 am
Key Highlightsআরজিকর ধর্ষণ ও খুন মামলায় এবার সিএফএসএল রিপোর্ট খোলার অনুমতি দিল আদালত।
আরজিকর ধর্ষণ ও খুন মামলায় এবার সিএফএসএল রিপোর্ট খোলার অনুমতি দিল আদালত। আরজিকরের ঘটনাস্থলের নমুনা সংক্রান্ত সিএফএসএল রিপোর্ট সিবিআই দফতরে এসে পৌঁছেছে। অন্যদিকে, সন্দীপ ঘোষের নারকো অ্যানালাসিস টেস্টের অনুমোদন নেওয়ার দিন পিছিয়ে গেল। সিবিআই আদালতে জানায়, সন্দীপরা প্রভাবশালী। ডিজিটাল ডেটা ক্লোন করতে দেওয়া হয়েছে। তাই তদন্তের স্বার্থে তাদের ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হোক। সেই ভিত্তিতে ধৃত সন্দীপ ঘোষ সহ চারজনকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আলিপুর বিশেষ সিবিআই আদালত।

 