দেশচাঞ্চল্যকর দাবি গবেষণায়, ডেল্টা প্রজাতির বিরুদ্ধে আট গুণ কম কার্যকর প্রতিষেধক
সম্প্রতি মারণ করোনা ভাইরাসের বিভিন্ন প্রজাতি নিয়ে গোটা বিশ্বজুড়ে গবেষণা চলছে। দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের তরফে করা একটি গবেষণায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং ‘থেরাপিউটিক ইমিউনোলজি অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজেস’ যৌথ ভাবে হাত মিলিয়েছিল। করোনামুক্তদের শরীরের ডেল্টা প্রজাতি স্বাভাবিক প্রতিরোধশক্তিও দ্রুত ভেঙে দিতে পারে কি না সেই গবেষণা করা হয়েছিল। তাতে দেখা গেছে, করোনার প্রতিষেধক নেওয়ার পর আমাদের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়, তা ডেল্টা প্রজাতির বিরুদ্ধে অন্তত ৮ গুণ কম কার্যকর।