দেশ

ডেল্টা প্লাস প্রজাতি-কে রুখতে পারবে না ভ্যাকসিনও! দেশের নতুন চিন্তার বিষয়ে কি বলছে "হু"

ডেল্টা প্লাস প্রজাতি-কে রুখতে পারবে না ভ্যাকসিনও! দেশের নতুন চিন্তার বিষয়ে কি বলছে "হু"
Key Highlights

দেশে কোনোরকমে করোনার দ্বিতীয় ঢেউ অর্থাৎ সারস কোভ-২ ভাইরাসটির হাত থেকে রক্ষা পেয়েছে। এবার এই ভাইরাসটি মিউটেট করে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট হয়েছে, এটি আরও বেশি সংক্রামক। ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের টেকনিকাল নাম দেওয়া হয়েছে- B.1.617.2.1 অথবা AY.1. ডেল্টা প্রজাতি। এই বদলেই বিশ্বে আসতে চলেছে কোভিডের 'থার্ড ওয়েভ'৷ প্রখ্যাত ভাইরোলজিস্টদের মতানুযায়ী, ডেল্টা প্লাস প্রজাতির সংক্রমণের শক্তির কাছে হার মানবে ভ্যাকসিনও। ইতিমধ্যেই বিশ্বের ৭৫টি দেশ থেকে করোনার ডেল্টা প্রজাতির সংক্রমণের খবর এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে।