লাইফস্টাইল

কোভিড ১৯: করোনার টার্গেট চোখ, ভয়ানক ক্ষতির মুখে দৃষ্টিশক্তি!

কোভিড ১৯: করোনার টার্গেট চোখ, ভয়ানক ক্ষতির মুখে দৃষ্টিশক্তি!
Key Highlights

মারণ করোনা ভাইরাস এখন চোখের মধ্যে বংশবিস্তার করতে পারে, জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি একটি গবেষণাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। চোখের মধ্যেও বংশবিস্তার করতে পারে করোনাভাইরাস!

করোনাভাইরাসের সংক্রমণ দেশে উল্লেখযোগ্যভাবে কম হলেও আশঙ্কা সম্পূর্ণভাবে পিছু ছাড়ছে না। এতদিন পর্যন্ত করোনাভাইরাস নিয়ে বিভিন্ন তথ্য উঠে এসেছে। শ্বাসযন্ত্রে আঘাত হানা থেকে শুরু করে বিভিন্ন ধরনের উপসর্গ, কোভিড মুক্ত হওয়ার পরেও একাধিক সমস্যায় ভুগতে হচ্ছে করোনামুক্তদের। কিন্তু, চোখের মধ্যেও বংশবিস্তার করছে করোনা?

গবেষণায় প্রমাণিত হয়েছে, করোনাভাইরাস রেটিনাতে প্রবেশ করতে পারে। কিন্তু, একটি নতুন গবেষণা অনুযায়ী, SARS-CoV-2 চোখের ভেতর বংশবিস্তার করছে। জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর মলিকিউলার বায়োমেডিসিন (Max Planck Institute for Molecular Biomedicine) এবং ওয়েস্টফালিস্ক উইলহেল্মস উনিভার্সিটাট মুনস্টার (Westfälische Wilhelms-Universitat Munster) এই দুই প্রতিষ্ঠানের গবেষকরা যৌথ উদ্যোগে এই গবেষণা করে। গবেষকদের মতানুযায়ী, করোনাভাইরাস যে শুরু রেটিনাতে প্রবেশ করতে পারে তাই নয়, রেটিনার মধ্যে তা বংশবিস্তার করতেও সক্ষম। ‘লং কোভিড’-এর জন্য বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে, তা আগেই জানিয়েছিলেন গবেষকরা। কিন্তু, এই নতুন গবেষণা উদ্বেগ বাড়াচ্ছে।