দেশ

Covid Alert | কোভিডের বাড়বাড়ন্তের পেছনে সাব ভ্যারিয়েন্ট JN.1! একাধিক শহরে জারি সতর্কতা!

Covid Alert | কোভিডের বাড়বাড়ন্তের পেছনে সাব ভ্যারিয়েন্ট JN.1! একাধিক শহরে জারি সতর্কতা!
Key Highlights

চলতি মাসেই নতুন করে কোভিড সংক্রমণ দেখা গিয়েছে দিল্লি, মহারাষ্ট্র, কেরালা, তামিলনাড়ু এবং কর্নাটকে।

সম্প্রতি সিঙ্গাপুর ও হংকংয়ে নতুন করে বেড়েছে করোনার সংক্রমণ। কোভিড পজিটিভের হদিশ মিলেছে ভারতেও। ইতিমধ্যেই বেশ কিছু রাজ্যের বিভিন্ন শহরকে অতিরিক্ত সাবধানতা নিতে বলা হয়েছে। জানা গিয়েছে, চলতি মাসেই নতুন করে কোভিড সংক্রমণ দেখা গিয়েছে দিল্লি, মহারাষ্ট্র, কেরালা, তামিলনাড়ু এবং কর্নাটকে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নতুন করে করোনার বাড়বাড়ন্তের পেছনে ওমিক্রনের একটি সাব ভ্যারিয়েন্ট JN.1 রয়েছে। যদিও এই ভ্যারিয়েন্ট নিয়ে এখনও পর্যন্ত কোনও সতর্কবার্তা দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।