রাজ্য

Cooch Behar | তীব্র ঝাঁকুনির পর বিকট শব্দে থামল ট্রেন! কোচবিহারে আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের

Cooch Behar | তীব্র ঝাঁকুনির পর বিকট শব্দে থামল ট্রেন! কোচবিহারে আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের
Key Highlights

ট্রেনের উপরের প্যান্টোগ্রাফ (বিদ্যুৎ গ্রহণকারী যন্ত্র) হঠাৎ ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে ট্রেনটি বিদ্যুৎহীন হয়ে পড়ে।

বুধবার বামনহাট থেকে আলিপুরদুয়ারের উদ্দেশে রওনা দেয় দিনহাটা আলিপুরদুয়ার প্যাসেঞ্জার। বিকেল সাড়ে চারটে নাগাদ ট্রেনটি মাসানকুড়ায় পৌঁছতেই ট্রেনের উপরের প্যান্টোগ্রাফ (বিদ্যুৎ গ্রহণকারী যন্ত্র) হঠাৎ ভেঙে পড়ে। তীব্র শব্দ করে থেমে যায় ট্রেনটি। আতঙ্কে কামরা থেকে বেরোনোর জন্যে হুড়োহুড়ি করতে থাকেন যাত্রীরা। অনির্দিষ্টকালের জন্যে দাঁড়িয়ে পড়ে দিনহাটা আলিপুরদুয়ার প্যাসেঞ্জার। তবে কোনও হতাহত বা গুরুতর আহতের ঘটনা ঘটেনি। বর্তমানে ওই শাখাতে দেরিতে চলছে একাধিক ট্রেন। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে।