Haryana | আগেই খুন হয়েছেন বাবা-দাদা, হরিয়ানায় মিললো কংগ্রেস নেত্রীর ট্রলিতে ভরা দেহ
Sunday, March 2 2025, 6:13 am

হরিয়ানায় রহস্যমৃত্যু বছর বাইশের কংগ্রেস নেত্রীর। শুক্রবার রোহতকের একটি বাসস্ট্যান্ডের পাশে একটি পরিত্যক্ত নীল স্যুটকেস থেকে ওই তরুণীর দেহ উদ্ধার হয়েছে।
হরিয়ানায় আতঙ্ক। শুক্রবার রোহতকের বাসস্ট্যান্ডের ধারে একটি নীল সুটকেস থেকে উদ্ধার হলো এক তরুণীর দেহ। বছর বাইশের ওই তরুণীর নাম হিমানি নারওয়াল। তিনি কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন, রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাতেও অংশ নিয়েছিলেন। এদিন পুলিশ এসে তাঁর দেহ উদ্ধার করে। তরুণীর গলায় স্কার্ফ জড়ানো ছিল, হাতে ছিল মেহেন্দি। তরুণীর শরীরে নির্যাতনের চিহ্ন মিলেছে। কংগ্রেসের দাবি, রাজনৈতিক কারণেই খুন হয়েছেন ওই কর্মী। সূত্রের খবর এর আগে তরুণীর দাদাও খুন হন।