Sonia Gandhi | অসুস্থ সনিয়া গান্ধী! নয়াদিল্লির হাসপাতালে ভর্তি করা হল কংগ্রেস নেত্রীকে!
Thursday, February 20 2025, 6:17 pm

বৃহস্পতিবার নয়াদিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে সনিয়া গান্ধীকে।
আবারও অসুস্থ কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। পিটিআই সূত্রে খবর, বৃহস্পতিবার নয়াদিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে সনিয়া গান্ধীকে। তবে ঠিক কী কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তা এখনও জানা যায়নি। তবে সূত্রে খবর, বর্তমানে তিনি সুস্থ আছেন। সব কিছু ঠিক থাকলে শুক্রবারই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে। উল্লেখ্য, ২০২২ সালে দুবার কোভিডে আক্রান্ত হয়েছিলেন তিনি। তার পর থেকে নানা ধরনের অসুস্থতা তাঁকে ঘিরে ধরেছে।সার্ভিক্যাল ক্যান্সারেও আক্রান্ত হয়েছিলেন সনিয়া গান্ধী।