মোদী ঘনিষ্ঠ আদানির শেয়ারে কার টাকা, জল্পনা তুঙ্গে
Wednesday, June 16 2021, 6:20 am
Key Highlights আদানি গোষ্ঠীর চার সংস্থায় মরিশাসের তিন লগ্নিকারী সংস্থা মারফত আসলে কার বা কাদের টাকা খাটছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে বিস্তর, শুরু হয়েছে জল্পনা। বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী, বিষয়টি অর্থ মন্ত্রক, মন্ত্রকের অধীন এনএসডিএল (ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিট লিমিটেড) ও সেবি খোলসা করুক। গৌতম আদানি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ঘনিষ্ঠ শিল্পপতি’ বলে পরিচিত হওয়ায় কংগ্রেস আরও নড়েচড়ে বসেছে। অনিয়মের গন্ধ পেয়ে তারা এই পুরো ঘটনাটির তদন্ত দাবি করেছে।
Related topics - - দেশ
- কংগ্রেস
- আদানি