Gurdaspur | আজ রাত থেকে সম্পূর্ণ রাত্রিকালীন ব্ল্যাকআউট পঞ্জাবের গুরুদাসপুরে!
Thursday, May 8 2025, 2:19 pm

আজ রাত থেকে সম্পূর্ণ রাত্রিকালীন ব্ল্যাকআউট পঞ্জাবের কৌশলগত সীমান্তবর্তী জেলা গুরুদাসপুরে (gurdaspur)।
আজ রাত থেকে সম্পূর্ণ রাত্রিকালীন ব্ল্যাকআউট পঞ্জাবের কৌশলগত সীমান্তবর্তী জেলা গুরুদাসপুরে (gurdaspur)। পঞ্জাবের মতো রাজ্যে প্রথম গুরুত্বপূর্ণ অসামরিক সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, গুরুদাসপুরের ডেপুটি কমিশনার একটি নোটিশ জারি করে ঘোষণা করেছেন। তাতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জেলা জুড়ে সম্পূর্ণ ব্ল্যাকআউট পালন করা হবে। আলোর লিকেজ রোধ করার জন্য তাঁদের জানালা এবং দরজা বন্ধ রাখতে হবে। তবে হাসপাতাল এবং কেন্দ্রীয় কারাগার ব্ল্যাকআউট হবে না।