R G Kar | সমাজ মাধ্যমে এখনও আরজিকরের নির্যাতিতার ছবি ও নাম ব্যবহার করার অভিযোগ, নোডাল অফিসার নিয়োগের নির্দেশ
Monday, September 30 2024, 12:23 pm
Key Highlightsআরজি করের নিরাপত্তা ব্যবস্থা নির্মাণে দেরি, দুর্নীতির তদন্তে সিবিআইকে সময়সীমা দেওয়া হয়েছে।
আজ সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানিতে নির্যাতিতার পরিবারের চিঠি আদালতে জমা দিলেন আইনজীবী ইন্দিরা জয়সিং। পাশাপাশি তিনি জানান, অনেক মাধ্যমে এখনও নির্যাতিতার ছবি ও নাম ব্যবহার করা হচ্ছে। এরপরই আরজিকরের ঘটনা এবং নির্যাতিতার ছবি পরিচয় কোথাও ব্যবহার করা যাবে না বলে নির্দেশ দিলেন প্রধান বিচারপতি। নোডাল অফিসার নিয়োগের নির্দেশ দেওয়া হল। রাজন্যা ও প্রান্তিকের শর্ট ফিল্ম নিয়েও প্রশ্ন তুললেন আইনজীবী। এই প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, ফিল্মের রিলিজ আটকাতে চাইলে আইনি পথে পদক্ষেপ করতে।

