Local Train Cancellation | সপ্তাহান্তে ভোগান্তি নিত্যযাত্রীদের, শিয়ালদা ডিভিশনে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন
![Local Train Cancellation | সপ্তাহান্তে ভোগান্তি নিত্যযাত্রীদের, শিয়ালদা ডিভিশনে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন](https://media.bengalbyte.in/images/wq8krqyy/featured.webp)
সপ্তাহান্তে আবারও ভোগান্তির শিকার হতে হবে রেলযাত্রীদের। আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি (২০২৫) একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
সপ্তাহান্তে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল শিয়ালদহ ডিভিশনে। বাসুলডাঙ্গা স্টেশনে ফুট ওভার ব্রিজের কাজের জন্যে ৮ তারিখ রাত ১০টা ১৫ মিনিট থেকে ৯ তারিখ সকাল ৮টা পর্যন্ত ট্রেন বন্ধ থাকছে। ৮ ফেব্রুয়ারি বাতিল থাকছে ডাউন ৩৪৮৬০, ৩৪৮৫৬ শিয়ালদা ডায়মন্ড হারবার লোকাল এবং আপ ৩৪৮৫৭ ডায়মন্ড হারবার শিয়ালদা লোকাল। ৯ ফেব্রুয়ারি যে লোকাল ট্রেনগুলি বাতিল থাকছে, সেগুলি হল ডায়মন্ড হারবার শিয়ালদার মধ্যে যাতায়াতকারী আপ ৩৪৮১২, ৩৪৮১৫, ৩৪৮১৭, ৩৪৮২৩ এবং ডাউন ৩৪৮১২,৩৪৮১৮, ৩৪৮২০।