দেশ

Landslide | যোগাযোগ বিচ্ছিন্ন সিকিমের সঙ্গে শিলিগুড়ির, ধসের কারণে বন্ধ হয়ে গেল ১০ নম্বর জাতীয় সড়ক

Landslide | যোগাযোগ বিচ্ছিন্ন সিকিমের সঙ্গে শিলিগুড়ির, ধসের কারণে বন্ধ হয়ে গেল ১০ নম্বর জাতীয় সড়ক
Key Highlights

সেতিঝোড়ায় রাস্তা ধসের ফলে সিকিম-শিলিগুড়ির যোগাযোগ বিচ্ছিন্ন, পর্যটকদের ১০ নম্বর জাতীয় সড়ক এড়িয়ে চলার পরামর্শ।

ভূমিধসের জেরে যোগাযোগ বিচ্ছিন্ন সিকিমের সঙ্গে শিলিগুড়ির।সেতিঝোড়ায় রাস্তা ধসের কারণে বন্ধ হয়ে গেল ১০ নম্বর জাতীয় সড়ক। নাগাড়ে বৃষ্টির জেরে আবার দার্জিলিং পার্বত্য এলাকায় ধস নেমেছে। এই কারণে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকরা চরম সমস্যায় পড়েছেন। এই পরিস্থিতিতে পূর্ত দফতরের পক্ষ থেকে পর্যটকদের উদ্দেশে ১০ নম্বর জাতীয় সড়ক এড়িয়ে চলার বার্তা দেওয়া হয়েছে। গত সপ্তাহ থেকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে। কিছু ক্ষেত্রে ভারী বৃষ্টির জেরে দার্জিলিং, কালিম্পংয়ের রাস্তাগুলিতে ধস নেমেছে।