SIR | ৫ দিনের মধ্যে শেষ করতে হবে SIR-র নথি যাচাই, সময় বেঁধে দিল কমিশন!

নির্বাচন কমিশন ভোটার নথি যাচাইয়ের জন্য ৫ দিনের ডেডলাইন দিয়েছে, BLO অ্যাপে নথি আপলোড করতে হবে।
৫দিনের মধ্যে শেষ করতে হবে কাজ, এবার SIR এ বিভিন্ন দফতরকে নথি যাচাইয়ের ডেডলাইন বেঁধে দিল নির্বাচন কমিশন। ভোটারদের নথি BLO অ্যাপে আপলোড করবেন BLOরা। সংশ্লিষ্ট দফতরে ভোটারের নথি পাঠাবেন DEO বা জেলা শাসক। নথি আপলোডের ৫দিনের মধ্যে সংশ্লিষ্ট দফতরকে নথি যাচাই করতে হবে। অন্য জেলার নথি হলে সেই জেলার DEO নথি যাচাই করবেন এবং সেই রাজ্যের CEOর কাছে নথি পাঠানো হবে। আর এই পুরো প্রক্রিয়া শেষ করতে হবে ৫ দিনের মধ্যে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- সিএসআইআর
- নির্বাচন কমিশন
- রাজনীতি
- রাজনৈতিক
